Banner
আমাদের সম্পর্কে

বঙ্গরাষ্ট্র লোকবাদী বাংলা ও বাঙ্গালী জাতির কণ্ঠ। আমরা যারা লোকবাদী বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং একই সাথে অন্যান্য জাতিসত্তার জাতিগত অধিকারে বিশ্বাস করি তাদের উদ্যোগ ও উৎসাহে এই ওয়েব সাইটের সৃষ্টি। আনতর্জাতিক রাজনৈতিক প্রেক্ষিত এবং মানবিক সমস্যা ও প্রয়োজন আমাদের চিনতায় থাকলেও এই মুহূর্তে মূলত বাংলাদেশের সমাজ-রাজনীতি-অর্থনীতির সমস্যা-সঙ্কটের উৎস ও সমাধানের পথ অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে আমরা এই ওয়েব সাইট খুলেছি। তবে আনতর্জাতিক ইস্যুতে আমরা একেবারেই চোখ বন্ধ করে থাকব তা নয়। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আনতর্জাতিক ইস্যুতেও আমরা আমাদের মতামত ব্যক্ত করব।

২০০৬ সালের ২১ সেপ্টেম্বর বঙ্গরাষ্ট্র তার যাত্রা শুরু করে। এই দুই বছরের অধিককাল নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওয়েব সাইট বঙ্গরাষ্ট্র আজ নূতনভাবে নূতন আঙ্গিকে প্রকাশিত হল। ওয়েব সাইটে আমরা কেবল আমাদের নির্ধারিত লেখকদের লেখা প্রদান ও প্রচারে আগ্রহী নই, অধিকন্তু আমরা নির্ধারিত লেখকদের বাইরেও অন্যান্য লেখক-পাঠকের নিবন্ধ, সাহিত্য, অনুসন্ধানী প্রতিবেদন, জিজ্ঞাসা, মতামত সহ বিভিন্ন ধরনের লেখা প্রকাশে আগ্রহী। বাংলা ভাষাভাষী ছাড়াও অন্য ভাষার মানুষ যারা ইংরাজী জানেন তাদের সঙ্গে চিনতা বিনিময়ের জন্য আমরা ইংরাজী বিভাগও রেখেছি। লেখক-পাঠকদের অংশগ্রহণের মাধ্যমে ওয়েব সাইট বঙ্গরাষ্ট্রকে আমরা একটি জীবনত ও চলমান ফোরাম হিসাবে গড়ে তুলতে চাই। আমরা আনতরিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। 

সাম্প্রতিক পোষ্টসমূহ