Banner
ভালবাসার কবিতা ─ শামসুন নাহার (কবিতা)

লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ December 1, 2015, 12:00 AM, Hits: 877

 

চাঁদ ভালবাসে রাতের আকাশ

দিন ভালবাসে আলো

ফুল ভালবাসে শিশির বিন্দু

উজ্জ্বল ঝলোমলো।

পাখী ভালবাসে মুক্ত জীবন (আকাশ)

নিরজন বনভূমি।

নদী ভালবাসে বয়ে যাওয়া পথে

ছল ছল কলধ্বনি।

মানুষ জানে না কি বা চায় সে

কি বা ছিল তার আশা

বনের পাখী রচনা করেছে

মনোমত এক বাসা।

মানুষ চেয়েছে শান্তির নীড়,

একটুকু ভালবাসা।

 

সাম্প্রতিক পোষ্টসমূহ