Banner
প্রায়শ্চিত্ত — আখতারুজ্জামান আজাদ (কবিতা)

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ April 28, 2023, 12:00 AM, Hits: 1538


ইলা, আমি জানি
সেদিন কতোটা অভিমানে
তুমি কেঁদেছিলে
কতটা অব্যক্ত ব্যথায় নিজেকে দুমড়েমুচড়ে
ব্যক্ত করেছিলে
আমি জানি, ভুলে যাইনি
এখনো মনে পড়ে সে রাতে
তুমি খুব কাছে ছিলে
নিবিড় নৈকট্যে কতটা কাছে ছিলে
বুঝেছি সেদিন তোমার নিঃশব্দ নিশ্বাসে!
তুমি কেমন আছো?
ভালোবাসো আজও ?
আমি সব জানি
কোথায় কেমন আছো তুমি
যে ঝড়ে আমরা ঝরে গেছি
সে ঝড় থামার আগে আমাকে সব বলে গেছে
সেদিনের মতো আবারও একদিন হাজির হবো
ঠিক সেদিনের মতো
পূর্বাভাসহীন ভূমিকম্প হয়ে!
আমি আসবো ঠিকই আসবো।

০১/০৫/২৩

 

সাম্প্রতিক পোষ্টসমূহ