লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ November 23, 2020, 12:00 AM, Hits: 1346
ছন্দবদ্ধ কিছু লিখতে বলেছিলে
হয় না লেখা,
সময় চলে যায় আপনার পথ ভুলে
গাছ হতে ঝরে পড়ে
শুকনো পাতা।
অথবা ধুলো উড়ে
সময়ের আঙিনায়,
বাতাসের ঝাপটায়
যায় দূরে চলে।
একদিন জানি আর হবে না দেখা,
সেই দিন মনে ক’রে
আজ কিছু স্মৃতি রাখি
ছিন্ন পাতায়।
ভুলো না আমায়।
১০ জানুয়ারী, ২০১৬
২৭ পৌষ, ১৪২২ বাংলা