Banner
তোমার চুল — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ March 30, 2023, 12:00 AM, Hits: 1191

 

মেয়ে,
নদীর মতো তোমার মাথার চুল।
নদীর ঢেউয়ের মতো ঢেউ তোমার চুলে।
তোমার চুলে নদীর ঢেউ
তোমার চুল নদী।

হাওয়ায় ওড়ে পাখির ডানার মতো তোমার চুল।
পাখির মতো ওড়ে তোমার চুল।
ফুলের মতো হাসে তোমার চুল,
ফুলের রেণুর মতো বাতাসে ওড়ে তোমার চুল।
তোমার চুল তোমার হাসি,
তোমার চুলে তোমার খুশি।

মেঘের মতো কালো তোমার চুল,
মেঘের মতো আকাশের বুকে ভাসতে চায় তোমার চুল।
ভ্রমরের মতো কালো তোমার চুল,
ভ্রমরের মতো মুক্ত উড়তে চায় তোমার চুল।

শিল্পীর আঁকা শিল্পের মতো
সুন্দর তোমার চুল।
তোমারই মতো সত্য সুন্দর আর অস্তিত্বময় তোমার চুল।

দূর্বাঘাসের মতো প্রাণময় নিষ্পাপ তোমার চুল,
দীঘির জলের মতো কালো তোমার চুল
দীঘির জলের মতো পবিত্র তোমার চুল।

কেন তাকে বন্দী ক’রে রাখা?
কেন তাকে অবরুদ্ধ ক’রে রাখা?
কেন তাকে কয়েদ ক’রে রাখা?
কেন তাকে লোকচক্ষুর অন্তরাল ক’রে রাখা?
কেন তাকে অস্তিত্বহীন ক’রে রাখা?

নদী কি কখনো বন্দী হতে চায়?
পাখি কি কোনোদিন বন্দী হতে চায়?
মেঘ কি কিছুতেই বন্দী হতে চায়?
ভ্রমর কি বন্দী হতে চায়?
বন্দী হয়ে কি কারো প্রাণ বাঁচে?
 বাঁচে কারো আত্মা?

 

সাম্প্রতিক পোষ্টসমূহ