Banner
মৃত্যু – জাহিদুজ্জামান (কবিতা)

লিখেছেনঃ জাহিদুজ্জামান, আপডেটঃ August 10, 2009, 6:00 PM, Hits: 5116

নিশুতি রাত ঘুম ভেঙ্গে যায়
দেখি ঘরের কোণে কোণে সূর্যের আলো
চৌকিময় আলোর ছোটাছুটি
ভ্রম ভেবে ঘুলঘুলিতে গড়িয়ে দেই সরু মাথা,
অবাক কাণ্ড জমকালো আধাঁরে
তারার আকাশে উঠেছে সোনার মত সূর্য
ছুটে যাই বিস্তীর্ণ প্রান্তরে।
গলা ফাটানো চিৎকারে আকাশ ফেটে  চৌচির হয়।
পিপড়ের মত মানুষ এসে
আমার উদ্ধত গলা চেপে ধরে
লক্ষ জনতা চিৎকার করে তাদের ঘুম ভাঙ্গানোর দায়
দিশেহারা আমি ভেঙ্গে খান খান হই,
হাতড়িয়ে মরি সোনার সূর্য,
কোথায় সূর্য কোথায় আলো
চৌকিময় আমার কবরের অন্ধকার।

অনলাইনঃ ১১  আগস্ট, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ