লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ July 16, 2009, 6:00 PM, Hits: 3916
লগ্ন বলে একটা কিছু আছে,
ফুল ফোটার সময়ের মত
জীবনেরও কিছু কিছু সময়
কিছু একটা প্রস্ফুটিত করে।
আর তুমি লগ্ন হারিয়ে
অবেলায় ফোটাতে চাইছ ফুল!
লগ্ন যখন এসেছিল জীবনে
অবহেলা করে তখন তাকে হারালে।
বড় গর্বিত মাথা তুলে ভেবেছিলে
অমনই সে সর্বদা মাথা নীচু করে
হৃদয়ের যা কিছু সম্ভার উপহার দিবে তোমাকে।
তোমার পায়ের কাছে
পড়ে থাকা উপহার
এলোমেলো হয় বাতাসে, রৌদ্রে শুকায়
তুমি তো ফিরেও তাকালে না,
ভাবলে এমনই চিরদিন যাবে।
আজ লগ্ন ফেরাতে চেয়ে
ফিরে আস অবেলায়
বড় দেরী করে। তুমি যে নেই তার হৃদয়ে আর
কী হবে দু’বাহু বাড়িয়ে তার দিকে!
লগ্ন চলে গেছে অনেক আগে ফুল ফোটাবার,
কখন এলোমেলো বাতাসে ফুল ঝরে গেছে।
১০ ডিসেম্বর, ১৯৯৮
অনলাইনঃ ১৭ জুলাই, ২০০৯