Banner
এইখানে যুদ্ধ শেষে – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 18, 2009, 6:00 PM, Hits: 3523

এইখানে কোন যুদ্ধ নেই,
নেই বন্দুকের নল হ’তে ঘৃণার উদ্‌গার,
এইখানে মাটিতে ঘুমানো শিশু এক
আদুড় শরীরে ধুলো মেখে,
মায়ের আদরের কোল না পেয়ে
কেঁদে কেঁদে বুক ভরা অভিমানে
মাটিতে শুয়ে থেকে ঘুমিয়ে পড়েছে।
এইখানে যুক্তির তীক্ষ্ন তলোয়ার নেই,
সূর্যের আলোক ছটায় কিংবা চাঁদের কিরণে
কতটা খাদ্যপ্রাণ পাওয়া যায়
অথবা অশ্রুতে থাকে কোন কোন উপাদান
আর ক্ষমতা কাঠামোর চুলচেরা বিশ্লেষণ –
সেসব কিছুই এখানে নেই।
এইখানে অভিমানী শিশুর ধুলোমাখা কপালে
ইচ্ছা করে চুমু দিতে,
স্বাস্থ্যের জ্ঞান থাকে না তখন।
রমণীর দরদী আঁখিপাতে মনে হয়
তাকেই তখন সুন্দরতম, তাতে
প্রয়োজন হয় নাকো শরীরের মাপজোকের।
এইখানে কোন লড়াই নেই,
তলোয়ার থাকে খাপে ভরা।
এইখানে বার বার নতজানু হওয়া যায় হৃদয়ের সম্মুখে
কেননা এইখানে আসা যায় যুদ্ধ শেষে।

২৬ এপ্রিল, ১৯৯২


অনলাইনঃ ১৯ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ