Banner
অস্থিরতা ─ শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ April 12, 2011, 3:19 AM, Hits: 22886

 

শুধু হৃদয়েই রেখেছি অশান্ত আহ্বান

যেন ঝড়ের অরণ্যের ওলট-পালট

বুকের মাঝেই যা কিছু ভাঙ্গার ভাঙ্গে, মাতামাতি করে।

সমস্ত জল নদী নামে খাত ধরেই বয়ে চলে

অস্থির সব কিছু সেখানে

অথচ স্থির তবু দুই তীর

যেন বোকা নদীর খেলা দেখে  হাসে

যেন এই জল জানে না কোন দিন সব থেমে যাবে।

থেমে কি যায় তবে হৃদয়ের আলোড়ন?

হৃদয়ের আহ্বান একদিন ক্লান্ত কি হয়ে যাবে তবে?

কেন তবে আজ এই অশান্ত  আহ্বান হৃদয় কাঁদায়?

হৃদয় ভাঙ্গে, গলে, ছন্নছাড়া বাতাসের মতো পথ ভুলে যায়

হারায় ঠিকানা অচেনা কোথাও।

হে হৃদয় কেন শুধু যাতনা সয়ে যাওয়া

কী হবে ঝড়ের দীর্ঘশ্বাস বুকে রেখে রেখে ?

কী হয় যদি সব কিছু ভোলা যায়

শান্ত জলের মতো কুলকুল করে প্রবাহিত হলে

ধীরে প্রবাহিত প্রবাহিত হয়ে অবশেষে একদিন

মেঘের ভেলায় ভেসে দূরে চলে গেলে?

 

২১ জুলাই, ১৯৭৫

সাম্প্রতিক পোষ্টসমূহ