Banner
আমায় ডেকো ─ তাহিয়া পাপড়ি (কবিতা)

লিখেছেনঃ তাহিয়া পাপড়ি, আপডেটঃ May 11, 2011, 8:35 AM, Hits: 22289

 

যদি বর্ষা এসে ভিজিয়ে দেয়

তোমার সমস্ত উঠোন

তবে আমায় ডেকো,

আমায় ডেকো তোমার পাশে

বর্ষাবেলার সঙ্গী হতে,

ভালবাসার পরশ নিতে আমায় ডেকো

ঝড় বাদলে তোমার পাশে।

যদি তোমার বিস্তীর্ণ

আকাশ জুড়ে জ্যোত্স্না ঝরে,

তবে আমায় ডেকো

আমায় ডেকো তোমার পাশে পূর্ণিমাতে।

যদি এক চিলতে রোদ

এসে পুড়িয়ে দেয় তোমার শরীর

তবে আমায় ডেকো।

আমায় ডেকো রোদমাখা এই

ফাল্গুনে দুপুর বেলায়,

বৃষ্টি হয়ে ভিজিয়ে দিতে

আমায় ডেকো।

 

সাম্প্রতিক পোষ্টসমূহ