Banner
বসন্ত – শামসুন নাহার (কবিতা)

লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ April 25, 2009, 7:14 AM, Hits: 813

ধূসর পাখীর পাখনাতে ভর দিয়ে

কখন তুমি এলে?

আকুল করা হুহু বাতাস নিয়ে,

কখন তুমি এলে?

 

সূর্য উঠার ঝক্‌মকে রোদ,

ছড়িয়ে তুমি দিলে।

হে বসন্ত কখন তুমি এলে?

 

ঝরা পাতার গানে গানে

কখন এসেছিলে?

বসন্ত গো চুপিসারে কখন তুমি এলে?

রং ছড়িয়ে গাছে গাছে

কখন দুলেছিলে?

 

পাখ-পাখালীর পাখায় পাখায়

কি গান বেঁধে দিলে?

বসন্তের এই রং ছড়িয়ে,

কখন চলে গেলে?

গুকউ জানে নাই, কেউ বোঝে নাই,

কখন এলে গেলে।

 

 

অনলাইনঃ ২৫ এপ্রিল, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ