লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ May 6, 2009, 7:48 AM, Hits: 1056
একটা ব্যাধের ফাঁদে
একটা পাখী পড়ে
অসহায় সে
কাঁদছে কাতর স্বরে।
শপথ করে বলল ব্যাধে,
“শোনো ও গো ভাই
এই ফাঁদটার কবল হতে,
রক্ষা যদি পাই,
তোমায় নিতি একশ পাখী
এনে দিব ধরে
যদি তুমি বাঁচাও দয়া করে।”
ব্যাধটা বলে, “পরের প্রাণের বিনিময়ে
বাঁচতে যে জন চায়,
তাহার পরে দয়া আমার
এতটুকু নাই।
বন্ধু তুমি ভেবে দেখ দেখি,
এই কথার, মর্মটুকু কি?
একশ প্রাণের বিনিময়ে
বাঁচতে তোমায় দি?
লক্ষ জীবন যাক চলে যাক
বাঁচতে আমি চাই।
এই কথাটার অর্থ কি নয়
শোনাও আমায় তাই?”
অনলাইনঃ ৬ মে, ২০০৯