লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ March 25, 2009, 7:54 AM, Hits: 1172
এই পৃথিবী ময়,
কেন এমন হয়?
কেউ বা হলো অনেক সুখী,
কেউ কেন তা নয়?
কেউ জীবনে অনেক বড়,
কেউ হলো না তা,
কোন নিয়মে চলছে বল,
এই পৃথিবী টা?
কেউ বা পেল শত আয়ু
কেউ বা পেল না।
কেন যে গো এমন হলো,
জানা গেল না।
কারো আছে অঢেল টাকা,
আর কারো নাই কোনো?
অনেক দোষের বোঝা নিয়ে
জন্মেছে সে যেন।
শুক্রবার, ২ জুন,২০০৬
ঢাকা
অনলাইনঃ ২৫ মার্চ, ২০০৯